রাজধানীতে অগ্নিকান্ডে ৩শ পরিবার নিঃস্ব(ভিডিও)
প্রকাশিত : ০৯:৫০, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৩২, ২৯ অক্টোবর ২০১৮
রাজধানীর মোহাম্মদপুরে শেখেরটেক বস্তিতে লাগা আগুনে প্রায় তিনশ পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। হারিয়েছে মাথা গোঁজার ঠাই। গেল রাত ১০টার দিকে এই আগুন লাগে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েক জন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুনে নিয়ন্ত্রনে আনে।
আগুনের এই লেলিহান শিখা গ্রাস করে নেয় নিন্ম আয়ের মানুষের সংসার।
গেল রাত ১০টার দিকে শেখেরটেক বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় প্রায় তিনশ ঘর। তিন ঘন্টায় ছাই হয়ে যায় পুরো বস্তি।
শুধু ঘরই পুড়েনি, পুড়েছে স্বপ্ন, জীবন যাপনের সম্বল।
হঠাৎ আগুনের তাপ আর চিৎকারে ঘুম ভাঙে অনেকের। প্রাণ বাঁচাতে সবকিছু ফেলেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন তারা।
বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে ফায়ার সার্ভিস।
অভিযোগ অস্বীকার করেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় তারা। তবে ধারণা করছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত।
আগুনে ক্ষতিগ্রস্থরা আশ্রয় নিয়েছে পাশের বালু মাঠে। খোলা আকাশের নিচে।
আরও পড়ুন