ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৯ জুলাই ২০২২ | আপডেট: ১২:১২, ২৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর পল্লবীতে লতিফ হাওলাদার (৬০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পল্লবী থানার কালশী নতুন রাস্তার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘‘পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ হাওলাদার নামে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী সময়ে সিআইডি ক্রাইমসিন বিভাগ এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কেউ আটকও নেই।’’

নিহতের পরিবার সংবাদ পেয়েছে, তারা থানায় এলে মামলা হবে বলেও জানান তিনি।

পারভেজ আরও বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা যায়, নিহত লতিফ হাওলাদার অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো আজও রিকশা নিয়ে রাতে বাসা থেকে বের হন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হতে পারে।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি