রাজধানীতে আগুনে পুড়ে গেছে বস্তির ৬০ ঘড়
প্রকাশিত : ১৪:৫৭, ৪ মে ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ৪ মে ২০১৬
রাজধানীর ফার্মগেইটের পূর্ব রাজাবাজার এলাকায় আম-বাগান বস্তিতে আগুনে পুড়ে গেছে ৬০টি ঘর।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেলের পেছনে ওই বস্তি মূলত বিশ্ববিদ্যালয়ের কর্মচারিদের জন্য বরাদ্ধ। যদিও টিন শেড ঘর ভাড়া নিয়ে থাকতেন অনেকে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দেয়ার কথা জানিয়েছেন স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরও পড়ুন