ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, আহত ৩

প্রকাশিত : ০৯:০২, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫২, ১৮ মার্চ ২০১৬

রাজধানীর বনানী এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এক শিশুসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে তারা। বাসিন্দাদের অভিযোগ, ভবনের ত্র“টিপূর্ণ গ্যাসের সংযোগ থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে, আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে বনানীর এই ভবনে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ভবনের ভেতরে আটকা পড়েন বাসিন্দারা। বেশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সেসময় ছাদে আটকে পড়া কমপক্ষে ২৫জনকে উদ্ধার করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আগুন নেভানোর কাজ পর্যবেক্ষণ করেন। কেনো এ আগুন, তাৎক্ষনিকভাবে জানাতে না পারলেও পরে তদন্তের মাধ্যমে কারণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বাসিন্দাদের অভিযোগ, গেলো কয়েকদিন ধরে ভবনটির গ্যাস সংযোগে ত্রুটি ছিলো। সেখান থেকে নির্গত গ্যাসের কথা কর্তৃপক্ষকে জানানো হলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে ভবনটির সামনের সংস্কারাধীন সড়ক থেকেও গ্যাস নির্গত হতে দেখা যায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি