ঢাকা, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে গ্যারেজে আগুন, যানচলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:১৭, ৮ ডিসেম্বর ২০১৭

রাজধানীর প্রগতি স্মরণির নর্দা এলাকার একটি রিকসা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেবুধবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেএর ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে

জানা গেছে, অগ্নিকাণ্ডের এলাকায় রিকসা গ্যারেজ ছাড়াও বেশ কিছু টিনশেড ঘর ও মুদি দোকান রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে দোকান ও ঘরগুলোতে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, স্থানীয়রা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি