ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ছিনতাই বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১৫ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, রাজধানীতে সকালের দিকে ছিনতাই বেশি হচ্ছে। 

রোববার (১৬ ডিসেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছিনতাই বেড়েছে সে কথা ঠিক, তবে ভোরবেলা ছিনতাই বেশি হচ্ছে। এ জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ছিনতাই দমন করা যায়।

সেই সঙ্গে আসন্ন বড়দিন ও বিজয় দিবস উপলক্ষে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি