ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে পুলিশ পরিদর্শক নিহত [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ১২:২৯, ২০ মার্চ ২০১৮

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় একটি বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েছে ডিবি পুলিশের একটি দল। এতে জাহাঙ্গীর ওরফে জালাল উদ্দিন নামের এক পুলিশ পরিদর্শক নিহত হন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মাসখানেক আগে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের সরকারি অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধার করতেই এ অভিযান চালানো হয়। গোলাগুলির খবর পেয়ে সোয়াট সদস্যরাও সেখানে যান।

পুলিশ জানায়, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছুড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ওই বাসাসহ আশপাশের বাসাগুলোয় তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ আরও জানায়, ওই বাসায় সন্ত্রাসীরা অস্ত্র-বিস্ফোরক নিয়ে অবস্থান করছে এরকম তথ্যে ডিবি পশ্চিমের সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন সোমার নেতৃত্বে অভিযান চালানো হয়। ডিবি পুলিশ সদস্যরা তৃতীয় তলায় ওঠার সময় সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। এতে জাহাঙ্গীর ওরফে জালাল উদ্দিন নামের এক পুলিশ পরিদর্শকের মাথায় গুলি লাগে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে বাসার পেছনে দিয়ে পালিয়ে যায়। বাসা থেকে নারীসহ কয়েক স্বজনকে আটক করা হয়েছে।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি