ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে ফানুস উড়ানোয় নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ৬ জানুয়ারি ২০১৮

রাজধানীর বিভিন্ন জায়গায় কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অনুষ্ঠান উপলক্ষে ফানুস উড়িয়ে দিচ্ছে। এগুলোতে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এসব ফানুসের মাধ্যমে অগ্নিকান্ডসহ নানাবিধ নিরাপত্তা জনিত হুমকির সৃস্টি হচ্ছে। মহানগরীতে এভাবে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে। দূর্ঘটনা এড়াতে ফানুস উড়ানো থেকে  বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

শনিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে এ নির্দেশনা অমান্যকারীদের ফৌজদারী কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি