
রাজধানীর বিজয় স্মরণীতে বালুবাহী ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি শান্তিনগর যাচ্ছিল। বিজয় স্মরণী মোডে মাইক্রোবাসটিকে পেছন থেকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসের পাঁচ যাত্রী ও ট্রাক চালকের সহকারী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।