ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর ডেমরায় একটি বাস দাঁড়িয়ে থাকা একটি লেগুনাকে ধাক্কা দিলে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, নিহত লেগুনাযাত্রীর নাম সুমি ইসলাম (৫০)। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান খান জানান, ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ে লেগুনাটি দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়।

এতে লেগুনার তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় সুমি মারা যান। আহত তৈয়ব হোসেন (৩০) ও মেম্বার আলীকে (৫০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানান, বাসটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি