ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ৮ অক্টোবর ২০১৭

রাজধানীর টিকাটুলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন হয়েছেন। রোববার সকালে টিকাটুলীর কে এম দাশ লেনে এ ঘটনা ঘটে বলে পুলিশ বিষয়টি‍ নিশ্চিত করেছে।

নিহত আবু তালহা (২২) বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি টিকাটুলীতে পরিবারের সঙ্গে থাকতেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, সকালে সাভারের আশুলিয়ার নিজ ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তালহা। বাসা থেকে প্রায় ১০০ গজ দূরেই তিনজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা তালহাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসআই বাচ্চু মিয়া জানান লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এম/এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি