ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ১৯:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:০৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬

মিরপুর দশ নম্বর গোল চত্তরের হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গরবার দুপুরের পুলিশের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  এদিকে, এই অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স¦স্তি  জানিয়েরেছন, পথচারিরা। তবে পূনর্বাসনের দাবি জানিয়েছেন,  হকাররা। ফুট ওভার ব্রীজ ব্যবহার ও সাধারণ মানুষের চলাচলের জন্য মিরপুর দশ নম্বর গোল চত্তর ও আশ পাশে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমান আদালত। এসময় গোলচত্তর ফুট ওভার ব্রীজের নিচের সব হকারকে উচ্চেদ করা হয়। ধারাবাহিক ভাবে এ অভিযান চলবে বলে জানান, ডিএমপির নির্বাহী ম্যাজেস্ট্রিট। তিনি বলেন, উচ্ছেদের পরে কেউ দোকান দিলে জরিমান করা হবে। পরবর্তীতে উচ্ছেদকৃত জায়গাগুলো নিয়মিত মনিটারিং করার কথা জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। ফুটপথ দখল মুক্ত করায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারিরা। তবে এটি দীর্ঘস্থায়ী হবে কী না তা নিয়ে শংকা প্রকাশ করেন তারা। আর উচ্ছেদের পরে যথারীতি ক্ষোভ প্রকাশ করেন হকাররা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি