ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাজধানীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত : ১৯:৪৭, ১২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৪৭, ১২ জুন ২০১৬

রাজধানীতে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাতিরপুল বাজারে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশী দাম রাখায় তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। অনাদায়ে দোকান মালিককে ১ মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রাজধানীর হাতিরপুল বাজার পরিদর্শনে যান ঢাকা দক্ষিনের মেয়ন সাঈদ খোকন। সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্যতালিকা দেখে বাজার ঘুরে কথা বলেন ক্রেতা-বিক্রেতার সাথে। এ সময় দাম বেশি রাখার অভিযোগে দুই মুদি দোকান ও একটি মাংসের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দোকান মালিকদেরকে ১ মাসের কারাদন্ড দেয় সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। পরে মেয়র জানান, নিয়মিত বাজার তদারকি করবে সিটি কর্পোরেশন ও বাণিজ্য মন্ত্রনালয়। আর দাম বেশি রাখলে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। বাজারে দাম বেশি রাখার অভিযোগ পেলে সাধারণ মানুষকে ৯৫৫৬০১৪ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি