ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪১, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার মোহাম্মদপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. হেলাল (৩৫) মো. সিরাজুল ইসলাম (৫০) নামের দুজন আহত হয়েছেন আহতরা ডাকাত দলের সদস্য বলে জানায় র‌্যাব।

র‌্যাব-২ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতদের জড়ো হওয়ার খবর শুনে অভিযানে যায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে, আত্নরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

ডাকাতদলের পাঁচ থেকে ছয়জন পালিয়ে  গেলেও পরে দুজনকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি