ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীতে শিশুদের খেলাধুলার ব্যতিক্রমী আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ৭ ডিসেম্বর ২০১৮

রাজধানী ঢাকা শহরের পর্যাপ্ত ও ব্যবহার উপযোগী মাঠের অভাবে অনেকটা গৃহবন্দি ও নিঃসঙ্গভাবেই বড় হচ্ছে প্রায় সব শিশু-কিশোর। এর থেকে উত্তরণে গত বছর থেকে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। এর সঙ্গে চলতি মাসে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের সার্ফ এক্সেল।

সরকারি-বেসরকারি উদ্যোগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় গত বছর ১০ নভেম্বর থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মানিক মিয়া এভিনিউ সড়কের প্রায় ২০০ মিটার অংশ প্রতি মাসের প্রথম শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই সময় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এখানে এসে নিজের মতো খেলাধুলা, শরীরচর্চা, ব্যায়ামাসহ নানা সামাজিক কার্যক্রমে অংশ নেন।

আজ শুক্রবার এ কর্মসূচির এক বছর পূর্তি উদযাপন করা হবে। সার্ফ এক্সেলের পক্ষ থেকে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে আজ।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি