ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে সিধেল চোর চক্রের মূল হোতাসহ ৭জন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ২৭ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

লালবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দিনে দুপুরে বাসা বাড়িতে সিধেল চুরিতে জড়িত চোর চক্রের মূল হোতাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন বলেন, নগরের বিভিন্ন এলাকার বাসা বাড়ি ফাঁকা পেয়ে একটি চোর চক্র সুকৌশলে গ্রিল কেটে মানুষের নগদ টাকা ও ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। কয়েকজন ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্য বিশ্লেষণ করে বসুন্ধরা সিটির একটি দোকান থেকে ৪৮ টি ল্যাপটপহর ৬ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুহ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।
 

এসবি/ 

  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি