ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে সুয়ারেজ লাইন বিস্ফোরণে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ২৯ আগস্ট ২০১৭

রাজধানীতে সুয়ারেজ লাইন বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সোমবার রাত পৌনে আটার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগে বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানিয়েছেন, সোমবার রাতে গোলাপবাগের বড় পুকুরপাড় এলাকায় এক প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তারা হতাহত হন।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই প্লাস্টিকের দোকানে আগুন ধরে গেলে দুই ব্যক্তি দগ্ধ হয়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আগুনে দগ্ধ আবুল হাশেম (২৫) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাত সাড়ে ৯টার দিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আগুন লেগে দুজন মারা গেছে। আগুন লাগে প্রথমে ট্রান্সফরমারের নিচে পড়লে সুয়ারেজ লাইন বিস্ফোরণ ঘটে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি