ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে স্তন চিকিৎসা বিষয়ক প্রথম আন্তর্জাতিক ওয়ার্কশপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ১ সেপ্টেম্বর ২০১৯

রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে উন্নত স্তন চিকিৎসা বিষয়ক প্রথম আন্তর্জাতিক ওয়ার্কশপ। বাংলাদেশ স্কুল অব অনকো প্লাস্টিক সার্জারির আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। সারা দেশের প্রায় ৪০০ ব্রেস্ট ক্যান্সার সার্জন অংশ নেন এতে।

স্তন না কেটেই আধুনিক পদ্ধতিতে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার পদ্ধতি নিয়ে দুই দেশের সার্জনরা আলোচনা করেন। এছাড়াও ভিডিও চিত্রের মাধ্যমে চিকিৎসকদের নানাবিধ বিষয় ধারণা দেয়া হয়।

দু’দেশের চিকিৎসকদের অভিজ্ঞতা শেয়ারিংয়ের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে উন্নত সেবা ছড়িয়ে দিতে সাহায্য করবে বলে জানান অংশগ্রহণকারীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি