ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৩১ মার্চ ২০২৪

সারারাতের ভ্যাপসা গরমের আমেজ কাটিয়ে ভোর বেলা থেকে রাজধানীতে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো বাতাস।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিক থেকে আকাশ মেঘলা ছিল। এর পরেই সাড়ে ৬টার দিকে শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

এর আগে ঢাকাসহ দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছিল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

এদিকে বৃষ্টিতে রাজধানীতে শীতল অনুভব হচ্ছে। তাপমাত্র নেমে এসেছে সহনীয় পর্যায়ে। তবে রমজানের সকালে অফিস যাত্রীদের বেশ ঝামেলায় ফেলেছে বৃষ্টি।

রাজধানীর বাংলামোটর এলাকার বাসিন্দা কামাল ইসলাম জানান, সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। তবে বৃষ্টির কারণে আটকে আছি।

ফার্মগেট থেকে আগত বেনজামিন বলেন, অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলাম। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি। প্রচণ্ড বাতাসে আমার ছাতাও ভেঙে গেছে।

অফিসে যাচ্ছিলেন আব্দুল আজিজ; বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছেন বাংলামোটর এলাকায় ফুটওভারের নিচে। তিনি বলেন, বৃষ্টির কোনো প্রস্তুতি ছিলো না। এখানে দাঁড়িয়ে থেকে অফিসে দেরি হচ্ছে। আবার ভিজেও গেছি।

শাকিল নামে একজন জানান, গরমে যখন নগরবাসীর হাপিত্যেস অবস্থা, ঠিক তখনই শীতল পরশ নিয়ে এলো এ বৃষ্টি!

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি