ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

রাজধানী ঢাকায় আজ গরম ছিল তীব্র। আর এই তীব্র গরমে অতিষ্ট খেটে খাওয়া মানুষ। অবশেষে রাতে হলো স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টি সাধারণ মানুষের জন্য আর্শীরবাদ হয়ে নেমে আসে আজ। 

এছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আজ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এতে বলা হয়, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাঈজদীকোর্ট, ফেনী, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, ভোলা ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি