ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৪:৪৬, ১১ আগস্ট ২০১৭

রাজধানীর কাওলা, উত্তরা ও মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী, এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই  মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর থানার এএসআই  জাহাঙ্গীর রাতে অজ্ঞাত পরিচয় এক নারীকে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীকে রাত ১২টার দিকে কাওলা এলাকায় একটি গাড়ি চাপা দেয় বলে বাচ্চু মিয়া জানান।


রাত ২টার দিকে হাবিবুর রহমান হাবু নামে এক কিশোরকে (১৪) ঢামেক হাসপাতালে আনা হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই কিশোর তুরাগ থানা এলাকায় একটি জর্দা ফ্যাক্টরিতে কাজ করত। রাতে উত্তরা ১ নম্বর সেক্টরে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।


এদিকে মিরপুরের শাহআলী থানার মাজার রোডে ট্রাক চাপায় হাবিবুর রহমান নামে ২৫ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। হাবিব সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে এসআই বাচ্চু জানান।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি