ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ৪ শিক্ষার্থী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:২০, ২৯ জুলাই ২০১৮

রাজধানীর খিলক্ষেত থানাধীন শ্যাওরা এলাকায় রেডিসন হোটেলের উল্টোদিকে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরও হয়েছেন আরও অন্তত ৫ জন। আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এসময় তাঁরা কমপক্ষে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে আরও কয়েকটি গাড়ি। বেলা ১ টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাবালে নূর পরিবহনের একটি বাস বনানী-এয়ারপোর্ট রোড দিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হোটেল রেডিসনের উল্টোদিকে শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় শিক্ষার্থী জাবালে নূর বাসে উঠার চেষ্টা করে। বাসটি না থামিয়ে শিক্ষার্থীদের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ৩ ছাত্র ও এক ছাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন। তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের পরিচয় জানা সম্ভব হয় নি।

এদিকে সহপাঠীদের মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় ২০-২৫টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে চেষ্টা করছে করছে পুলিশ।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি