ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে হত্যা মামলায় ২ আসামীর মৃত্যুদন্ড

প্রকাশিত : ১৬:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:০২, ৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর কামরাঙ্গির চরের ব্যবসায়ী মোশারফ হোসেন হত্যা মামলায় ২ আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। ২০০৭ সালের ১১ ই নভেম্বর কামরাঙ্গির চরে মোশারফকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তার স্ত্রী তাসলিমা ও রাসেল। লাশ গুম করারও চেষ্টা করে তারা। ঘটনার ৪০ দিন পর  ডোবা থেকে লাশ উদ্ধার হলে রাসেল, তাসলিমাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে মোশারফের পরিবার। দীর্ঘ শুনানী,  আসামীদের জবানবন্ধি এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে ২ আসামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন আদালত। রায়ে সন্তোষ জানিয়েছে মোশারফের পরিবার ও বাদীপক্ষের আইনজীবী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি