রাজধানীতে ৩৪তম বিসিএসে ক্যাডার বঞ্চিতদের বিক্ষোভ
প্রকাশিত : ১৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ৩৪তম বিসিএসে ক্যাডার বঞ্চিতরা।
গত কয়েক মাস ধরেই ফলাফল পুন:মূলায়নের দাবিতে আন্দোলন করে আসছিলেন বিসিএসে ক্যাডার বঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা পৌনে ১২টার দিকে শাহবাগে মানববন্ধন করেন তারা। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় তারা ৩৪ তম বিসিএসের ফলাফলে কোটা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করে মেধা তালিকা অনুযায়ী ৬৭২টি শূন্য পদে উত্তীর্ণ বঞ্চিতদের নিয়োগের দাবী জানান। বিক্ষোভকারিদের একজন অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। এদিকে বিক্ষোভ-অবস্থানকে ঘিরে শাহবাগের আশাপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।
আরও পড়ুন