রাজধানীর কল্যাণপুরে নিহত জঙ্গিদের পরিচয় বেরিয়ে আসছে
প্রকাশিত : ১৯:৪৬, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪৬, ২৭ জুলাই ২০১৬
রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের পরিচয় বেরিয়ে আসছে। এরইমধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছিল। এদের একজন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক। এই জঙ্গিরা বেশকিছুদিন ধরেই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা। এদিকে, নিহত জঙ্গিরা সবাই গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন ময়না তদন্তে সংশ্লিস্ট চিকিৎসক।
কল্যাণপুরে জঙ্গি আস্তানায় যৌথবাহিনীর অভিযানে নিহতদের একজন সেজাত রউফ অর্ক ওরফে মরক্কো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলো সে।
গুলশান হামলার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত জঙ্গি নিবরাস ইসলামের বন্ধু ছিলো অর্ক। তার বাবার নাম তৌহিদ রউফ। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে ৩০৪ নম্বর বাড়িতে বসবাস করে তার পরিবার।
অর্ক বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক। বুধবার অর্কের লাশ শনাক্ত করতে ঢাকা মেডিকল কলেজ হাসপাতাল মর্গে যান তার বাবা। এ সময় ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাও তার সঙ্গে ছিলেন। র্যাব সম্প্রতি ৬৮ নিখোঁজের যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ওই তালিকায় অর্কের নাম রয়েছে।
নিহত অপর জঙ্গির নাম জুবায়ের হাসান। সে নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। তার বাবার নাম আব্দুল কাইয়ুম। দুই মাস আগে জুবায়ের বাড়ি থেকে বের হওয়া পর থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো জুবায়ের। এ ব্যপারে নোয়াখালীর সুধারামপুর থানায় গত ২৫ মে একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিহত তৃতীয় জঙ্গি চট্টগ্রামের আন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্র সাব্বিরুল হক কণিক। বাবার নাম আজিজুল হক। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সাব্বিরুল ৬ মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। তবে তার পরিবার থানায় কোনো সাধারণ ডায়েরি দায়ের করেনি।
নিহত অন্য ৬ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বেশ কয়েকজন পুলিশের সাথে যোগাযোগ করলেও তা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার এই কর্মকর্তা।
এদিকে, নিহত ৯ জঙ্গি লাশের ময়নাতদন্তসম্পন্ন হয়েছেন। আর তারা সবাই গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের এই সহযোগি অধ্যাপক।
মঙ্গলবার কল্যাণপুরের তাজ মঞ্জিলে যৌথ বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় আটক করা হয় একজনকে।
আরও পড়ুন