ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রাজধানীর প্রবেশ পথ নারায়ণঞ্জে পুলিশি চেপপোস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২৮ জুলাই ২০২৩

একই দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন অংঙ্গ সংগঠনের সমাবেশ হওয়ায় রাজধানীর প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের অংশে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বাস, প্রাইভেটকারসহ ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এমনকি সড়কের কোথাও জটলা কিংবা সন্দেহভাজন মনে হলেই পথচারী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

শুক্রবার ভোর থেকে ঢাকা প্রবেশের মূল পথ সাইনবোর্ড এলাকাতে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। সাঁজোয়া যান, ওয়াটার ক্যান, এপিসি ভ্যানসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এখানে। পাশাপাশি মৌচাক, কাঁচপুর, মদনপুর ও মেঘনা এলাকাতে পুলিশি নজরদারি দেখা গেছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের তারাব, গাউছিয়া ও ঢাকা-মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের  পাগলা এলাকায় টহল পুলিশের মাধ্যমে বাড়তি নিরাপত্তা জোড়দার করা হয়েছে। সড়কের কোথাও জটলা কিংবা সন্দেহভাজন মনে হলেই পথচারী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার গভীর রাত থেকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা মুখী লেনে পুলিশি চৌকি স্থাপন করে রাজধানী মুখী যাত্রীদের তল্লাশি করতে দেখা যায়।

এদিকে সকাল থেকে ঢাকা -নারায়ণগঞ্জ পথে বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীর গুলিস্তান, মতিঝিল, মিরপুর ও গাবতলীরগামী যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

যদিও পুলিশ এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থাকেও নিয়মিত কাজের অংশ বলে জানিয়েছেন। পাশাপাশি মহাসমাবেশে যোগদান করা নেতাকর্মীদেরকে বাঁধাগ্রস্থ করা হচ্ছে না বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আল মামুন।  

তিনি আর বলেন, সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কোথাও যেন কোনো ধরনের হামলা, নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কেউ করতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

এদিকে পুরনো মামলায় শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলাসহ সরকার বিরোধী কার্যক্রমে সম্পৃক্তার অভিযোগে আনা হয়েছে।

তবে বিএনপি নেতাদের দাবি, মহাসমাবেশে নেতাকর্মীদের যোগদানে বাঁধাগ্রস্থ করতেই পুলিশের এমন গ্রেপ্তারী অভিযান। বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও গণগ্রেপ্তার করেও আন্দলোনকে থামানো যাবে না বলেও জানায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতারা। 

অপর দিকে নারায়ণগঞ্জের ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আলাদা-আলাদা ব্যানারে মিছিল নিয়ে রাজধানী মুখী হয়ে দেখা গেছে। বাস ট্রাকসহ বিভিন্ন যানে করে রওনা হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি