ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীর বনশ্রী এলাকার অধিকাংশ রাস্তাই কাঁচা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ১৬ এপ্রিল ২০১৭

নামেই অভিজাত এলাকা। কিন্তু অধিকাংশ রাস্তাই কাঁচা। বৃষ্টি ছাড়াই জমে থাকে পানি-কাদা। বেহাল এই অবস্থা রাজধানীর বনশ্রী আবাসিক এলাকার।

ইস্টার্ণ হাউজিং ১৯৮৬ সালে যখন কাজ শুরু করেছিল তখন বলা হয়েছিল বনশ্রী হবে রাজধানীর সুপরিকল্পিত আবাসিক এলাকা।

কিন্তু বছরের পর বছর পেরুলেও আজ অব্দি অনেক রাস্তাই রয়ে গেছে কাঁচা। কোথাও আধাপাকা আবার কিছু রাস্তায় পিচ থাকলেও মাঝেমধ্যে তা উঠেও গেছে। সবচেয়ে বেশি খারাপ ডি, ই, এফ ও জি ব্লকের এভিনিউ সড়ক। ছোট রাস্তাগুলোর অবস্থা আরও করুণ।

অধিকাংশ সড়কের পাশে নেই ড্রেন। এতোদিন পর সিটি করপোরেশন দায়িত্ব নিলেও উত্তর আর দক্ষিণের সীমানা জটিলতায় একরকম অভিভাবকশূণ্য এলাকাটি।

খোঁজ নিয়ে জানা গেল, বেশির ভাগ রাস্তা তৈরী করেছে কল্যাণ সমিতি।

অবিলম্বে বনশ্রীর শ্রী ফেরাতে রাস্তা পাকা চান ভূক্তভোগীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি