ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৭ নভেম্বর ২০২৪

রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২ টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে, বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি আরও জানান, আগুনে কেউ হতাহত হয়েছে বলে এমন সংবাদ এখনও আমাদের কাছে আসেনি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানা যায়নি বলে জানান তিনি।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি