ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

রাজধানীর মালিবাগে ১৬ বছর আগের বুশরা হত‌্যা মামলায় ৪ জন আসামীকে খালাস

প্রকাশিত : ১৮:৩৩, ১৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩০, ১৬ নভেম্বর ২০১৬

রাজধানীর মালিবাগে ১৬ বছর আগের বুশরা হত‌্যা মামলায় ৪ জন আসামীকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। ২০০৩ সালে এ মামলায় তিনজনকে মৃত‌্যুদন্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। চার বছর পর হাই কোর্টের রায়ে একজনের মৃত্যুদন্ড এবং অপরজনের যাবজ্জীবন কারাদন্ড বহাল থাকে, বাকিরা খালাস পান। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল দুই পক্ষই। আপিল বিভাগের রায়ে দুই আসামির আপিল মঞ্জুর হয়, ফলে খালাস পান তারা। অন‌্যদিকে হাই কোর্টে দুই আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ায় আগের রায়ই বহাল থাকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি