ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য দিয়েছে।

তিতাসের তথ্য অনুযায়ী, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস জানিয়েছে, গ্যাস সরবরাহ লাইন প্রতিস্থাপনের কাজের জন্য রাজধানীর হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ, ইন্দিরা রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাত নয়টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি