রাজধানীর শেরে বাংলা নগরে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষ মেলা
প্রকাশিত : ০৯:৪৩, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৪৩, ১ আগস্ট ২০১৬
রাজধানীর শেরে বাংলা নগরে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষ মেলা। দেশী-বিদেশী শত শত প্রজাতির ফলদ, বনজ, ঔষধি গাছের চারায় ছেয়ে গেছে মেলা প্রাঙ্গন। শহর জুড়ে বনায়নের লক্ষে স্বল্পমূল্যে ক্রেতাদের কাছে এ’সব গাছ বিক্রি করা হচ্ছে বলে জানালেন নার্সারী মালিকরা।
যে দিকে চোখ যায়, শুধু গাছ আর গাছ। শত শত দুর্লভ বাহারি গাছের চারায় সাজানো স্টলগুলো দেখে মনে হয় এ যেনো সবুজের রাজত্ব।
দেশের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি মোট ৭৫টি নার্সারী অংশ নিয়েছে এবারের ২৪ তম জাতীয় বৃক্ষমেলায়।
ইট পাথরের এই শহরে বাড়ির আঙিনা, ছাদ কিংবা বেলকোনিতে একটুখানি সবুজের আবাস গড়তে মেলায় আসছেন অনেক বৃক্ষপ্রেমী। কিনছেন পছন্দের গাছ।
ঔষধি চাহিদা মেটানো এবং সৌন্দর্য বর্ধনের পাশাপাশি গাছ লাগিয়ে স্বাবলম্বী হবার কথাও জানিয়েছেন নার্সারী মালিকরা।
মেলায় অংশ নেয়া স্টলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া, ক্রেতা-বিক্রেতাদের প্রয়োজনে যেকোনো সেবা দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন