ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনীতিতে আসছেন রজনীকান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:০৯, ৩০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দক্ষিণী সিনেমা জগতের মহানায়ক রজনীকান্ত ভারতের রাজনীতিতে প্রবেশের আভাস দিয়েছেন। ২০১৮ সালের শুরুতে তাকে রাজনীতিতে দেখা যাবে। এমটাই দাবি করেছেন তার বড় ভাই সত্যনারায়ণা রাও।

তিনি জানান, আগামী বছর জানুয়ারি মাসে রাজনীতির আঙিনায় পা রাখবেন রজনীকান্ত। সেই সঙ্গে নিজের রাজনৈতিক দলও গড়তে পারেন তিনি।

রজনীকান্ত ফ্যান ক্লাবের জেলা সেক্রেটারির বিয়ে উপলক্ষ্যে ধর্মাপুরীতে আসেন সত্যনারায়ণ। ওই সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় তিনি বলেন, আগামী বছর জানুয়ারি মাসে চেন্নাইতে নিজের ভক্তদের সঙ্গে ফটোশ্যুট করবেন রজনীকান্ত। এরপরই তাকে সুপারস্টারের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সত্যনারায়ণ বলেন, জানুয়ারিতেই রাজনীতিতে আসা নিয়ে সব জল্পনার অবসান ঘটাবে রজনীকান্ত।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি