ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রাজনৈতিক নেতার চরিত্রে তৌকির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২৫ জুলাই ২০২০

১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল কালরাত ও পরের দিনের ঘটনা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘১৯৭৫- অ্যান আনটোল্ড স্টোরি’। এতে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ। যেখানে তিনি একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। পরিচালনায় তাকে সহযোগিতা করছেন নির্মাতা শামীম আহমেদ রনি। গত ১০ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। 

জানা গেছে, ‘১৯৭৫- অ্যান আনটোল্ড স্টোরি’ সিনেমাটি নির্মিত হচ্ছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতের ঘটনায়। এতে খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। সেখানে একজন গুরুত্বপূর্ণ নেতার চরিত্রে দেখা যাবে তৌকীর আহমেদকে।  

এরই মধ্যে ইমন সাহার সুর-সংগীতে সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।

এর মধ্য দিয়ে এক বছর পর আবারো চলচ্চিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ। এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেন তিনি।

এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, সিনেমাটির গল্প হিসেবে বেছে নেয়া হয়েছে একটি রাজনৈতিক বিষয়কে। আমিও একজন রাজনৈতিক নেতার চরিত্রে এতে অভিনয় করেছি। তবে এটি মুক্তির আগে বিস্তারিত বলতে চাচ্ছি না। আশা করছি সিনেমাটি দর্শকের আগ্রহেই থাকবে। 

উল্লেখ্য, মাহমুদ দিদারের পরিচালনায় ‘বিউটি সার্কাস’ নামের একটি চলচ্চিত্রে দেখা যাবে তৌকিরকে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি