ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ছে, শুরু হয়েছে নদী ভাঙন

প্রকাশিত : ১৫:১৯, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১৯, ১২ জুলাই ২০১৬

পদ্মার পানি বাড়ার সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে রাজবাড়ীতে নদী ভাঙন। গোয়ালন্দের দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায় গতকাল মুহূর্তেই বিলীন হয়ে গেছে বাহির চর গ্রামের কয়েকটি বসতবাড়ি। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড এখনও ব্যবস্থা না নিলেও, আশ্বাস মিলেছে স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে। চলতি শুষ্ক মৌসুমে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় ভাঙন দেখা দেয়। বর্ষায় পানি বাড়ার সাথে ভাঙন বাড়লেও সোমবার তা রূপ নেয় ভয়াবহতায়। একরাতেই রাক্ষুসে পদ্মা ঘরছাড়া করে বাহির চর গ্রামের কয়েকটি পরিবারকে। একদিনের তান্ডবে সর্বস্ব হারিয়ে পথে বসেছে এসব পরিবারের মানুষ। এদিকে চরটি ভেঙ্গে যাওয়ায় পদ্মার মূল ¯্রােত সরাসরি আঘাত হানছে ফেরি ঘাটসহ আশপাশের এলাকায়। এনিয়ে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এখনও কোন্ধসঢ়;ও সাড়া মেলেনি। তবে, এগিয়ে আসছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। শিগগিরিই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে, বর্ষায় ঘাটসহ বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি