ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী প্রতি‌নিধি

প্রকাশিত : ১৮:৩৯, ১৬ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কোমরপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আছিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের রবিউল সরদারের স্ত্রী।

বুধবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃতার পরিবার ও রাজবাড়ী সদর থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে আছিয়া বেগম বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকেরা তাকে খোঁজাখুজি করে।

এক পর্যায়ে আছিয়ার ছেলে আকাশ পুকুরে তার মায়ের কাপড় ভেসে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে তার মরদেহ উদ্ধার করে। 

আছিয়ার সহোদর বড় ভাই রহিম গাজী জানান, তার বোন আছিয়া মৃগী রোগে আক্রান্ত ছিল। পুকুরে নেমে মৃগী রোগ ওঠায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা তার। 

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি