রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী
প্রকাশিত : ১৩:০০, ২৫ জুলাই ২০২৩
রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্তান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
রাজবাড়ীতে বিভিন্ন সরকারী হাসপাতালে নতুন ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪১৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
জেলা সদর হাসপাতালে ১১ জনসহ ৫টি উপজেলা হাসপাতালগুলোতে ৩০ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। উপজেলা হাসপাতালগুলোতে ১৯ জন রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রধান কারণ সাধারন মানুষের অসচেতনতা। একটু সচেতনতা অবলম্বন করলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে যাবে।
এএইচ
আরও পড়ুন