ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২২, ২ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীর ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন। 

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলা শহর থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী একটি বাস কামালদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাক দুপাশে রাস্তার নিচে খালের মধ্যে গিয়ে পড়ে এবং উভয় যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পাশেই অবস্থান করা সেনাবাহিনীর সদস্যরা এবং রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

সেই সাথে উভয় যানের আহত ৬জনকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেবার পর চিকিৎসক ১জনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি