রাজবাড়ীতে মহাসড়কের বেহাল দশা(ভিডিও)
প্রকাশিত : ১০:৫১, ১৫ আগস্ট ২০১৮
ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ী অংশের বেহাল দশা এখনো কাটেনি। মেরামত কাজ চলছে ধীর গতিতে। ধুলাবালিতে যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি উঠেছে চরমে।
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশে প্রায় ২০ কিলোমিটার জুড়েই এই চিত্র। মেরামত কাজের কারণে ধুলা-বালিতে যাত্রীদের পাশাপাশি আশপাশের মানুষের দুর্ভোগ এখন চরমে।
চার ধাপে এ কাজ শুরু হয়েছে গোয়ালন্দ মোড় থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত। এছাড়া জেলা সদরের বাগমারা থেকে জৌকুড়া পর্যন্ত সড়কের কাজও চলছে। এ অবস্থায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়বে বলে মনে করেন যানবাহন চালক ও যাত্রীরা।
ভোগান্তি কমাতে ঈদের আগেই ক্ষতিগ্রস্ত অংশ সাময়িক মেরামতের কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ।
প্রকল্পের কাজ নির্ধারিত দেড় বছরের মধ্যেই শেষ হবে বলে আশা করছে সড়ক ও জনপথ বিভাগ।
আরও পড়ুন