ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ১০৩ টি বৈধ অস্ত্রের মধ্যে জমা পরেছে ৪৪ টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বৈধ ১০৩ টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয় জেলা প্রশাসন। চলতি মাসের ৩ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করে সরকার।

রাজবাড়ীতে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১০৩ টি লাইসেন্স দেওয়া হয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা (চলমান), রাজনৈতিক ব্যক্তিদের।

এর মধ্যে বন্দুক বা শটগান, পিস্তল, রাইফেল তিন ক্যাটাগরির মোট ৪৬ টি আগ্নয়াস্ত্রের মধ্যে ৪৪ টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়।

বাকি দুটি আগ্নেয়াস্ত্রের মধ্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলওয়ে মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম তার বৈধ লাইসেন্সকৃত দুটি আগ্নয়াস্ত্র পিস্তল ও বন্দুক এখনো জমা জমা দেননি।

জেলার সদর উপজেলা সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, পাংশা উপজেলার সাবেক চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল, কালুখালী উপজেলা সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী পৌরসভা চেয়ারম্যান আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভা চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল সহ রাজনৈতিক ব্যাক্তি ও জন-প্রতিনিধি সহ ৪৪ জন আগ্নেয়াস্ত্র জমা দেন।

জেলা প্রশাসনের চাওয়া বৈধ ৪৬ টি আগ্নেয়াস্ত্রের মধ্যে  ১৮ টি পিস্তল,২৪ টি বন্দুক বা শটগান ও ২ টি রাইফেল জমা পরে।বাকি দুটি অস্ত্র  জমা দেওয়ার সময় শেষ হলেও এখনো তা জমা দেননি একজন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি