ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০২৪

রাজবাড়ীতে ১৩০ টাকা কমায় মরিচের কেজি ৩২০ 

রাজবাড়ী প্রতি‌নিধি

প্রকাশিত : ১৪:৫২, ১৭ অক্টোবর ২০২৪

রাজবাড়ীতে সবজির দর এখনা চড়া। মরিচের দাম কেজিতে ১৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

রাজবাড়ীতে গ্রামীণ বাজারে সবজির দাম এখনো উর্দ্ধমুখী। অধিকাংশ সবজি এখন চড়া দামে বিক্রি হচ্ছে। শুধু মরিচের দাম কেজিতে ১শ ৩০ টাকা কমে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন ও ফুল কপির বাজার দর এখনো কমেনি বিক্রি হচ্ছে ১০০/ ১২০ টাকা কেজি দরে।

কচুর মুখী, কচুর লতি, পটল ভেন্ডি, মুলা, মিষ্টিকুমড়া এখনো ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু ঝিঙ্গা,ধুন্দল ৬০ টাকা কেজিতে বিক্রি করছেন ব্যাবসায়ীরা।

ক্রেতারা বলেন, তারা স্বল্প আয়ের মানুষ বাজারে তাদের সাধ্য মত কোন সবজি কিনতে পারছেন না। আয়ের চাইতে তাদের এখন ব্যয় বেশি হচ্ছে। প্রয়োজনীয় জিনিসবপত্র কিনতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। এতে তারা চরম বিপাকে পরেছেন।

ব্যবসায়ীরা বলেন, শুধু কাঁচা মরিচ কিছুটা দাম কমেছে। অন্যান্য সবজির দাম তেমন একটা কমেনি।দাম কমতে আরো ১০/১৫ দিন সময় লাগবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি