রাজবাড়ীর পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত, নতুন জনবসতি প্লাবিত
প্রকাশিত : ১১:১৩, ১৮ জুলাই ২০২৩ | আপডেট: ১১:৩৯, ১৮ জুলাই ২০২৩
রাজবাড়ীর পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচু এলাকার জনবসতি পানিতে প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পরেছে এসব এলাকার মানুষ।
পদ্মার পানি শাখা নদীগুলোতেও প্রবেশ করায় নতুন নতুন অঞ্চলের ফসলী ক্ষেত তলিয়ে যাচ্ছে। যাতায়াতে এ এলাকার মানুষ নৌকা ও ট্রলার ব্যবহার করছেন।
প্রতিদিনই পানি বাড়তে থাকায় রাস্তাঘাট, ফসলী জমি, সবজী ক্ষেতসহ বিভিন্ন স্থান তলিয়ে বিপাকে এ অঞ্চলের সাধারণ মানুষ।
ইতিমধ্যে বিপদ সীমার কাছে চলে এসেছে পদ্মার পানি। কাঁচা ঘাস তলিয়ে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে আরও ১ সেন্টিমিটার পানি বেড়ে বর্তমানে বিপদ সিমার ৭.৩৫ সে. মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ জানায়, আরেও বেশ কয়েকদিন নদীতে পানি বাড়বে। বিপদসীমা ৭.৬৭ সে. মি.ছাড়িয়ে উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এএইচ
আরও পড়ুন