ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:২২, ২০ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

নিহতের একজন বাসচালক মারুফ হোসেন (৩৫)। মারুফ উপজেলার কুঠি গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কামারপাড়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাব হোসেন জানান, মঙ্গলবার সকালের দিকে উপজেলার কামারপাড়ার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঢাকা থেকে চাপাইনবাগঞ্জ যাওয়ার পথে একতা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মহানন্দা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন এবং সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত্যু হয়।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি