ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে বইছে নির্বাচনের হাওয়া

প্রকাশিত : ১৩:০১, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০১, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ভোটের হাওয়া বইছে রাজশাহীর ৭২টি ইউনিয়নে। সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখর পাড়া মহল্লা। এবার প্রথম দলীয়ভাবে নির্বাচন হওয়ায় ভোটযুদ্ধের আগেই মনোনয়ন যুদ্ধে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। শো-ডাউনসহ বিভিন্ন কৌশলে নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও চালাচ্ছেন তারা। তবে ভোটাররা চান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে এমন যোগ্য প্রার্থী। বাগমারা উপজেলার হামিকুৎসা ও গোয়ালকান্দি ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধনে এসেছিলেন স্থানীয় সংসদ সদস্য। তার দৃষ্টি আকর্ষণ করতে পথসভাসহ শো-ডাউনের আয়োজন করে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। মনোনয়ন পাবেন এমন আশায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রচারেও নেমেছেন বিভিন্ন দলের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। পোস্টার ব্যানার টাঙ্গানোসহ ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে নিজের প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন তারা। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদি সম্ভাব্যপ্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্র“তিও। এদিকে দলীয়ভাবে ইউপি নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভোটাররা। আগামী ৫ ও ২৮শে মে দু’দফায় রাজশাহীর ৭২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি