রাজশাহীতে বোমা ও জিহাদী বইসহ ২ শিবির নেতা আটক
প্রকাশিত : ০৯:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৮
রাজশাহীতে বোমা ও বিপুল পরিমান জিহাদী বইসহ দুই ইসলামি ছাত্র শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নগরের সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রবাসে অভিযান চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে (২০) এবং ডাঁশমারি এলাকা থেকে বিপুর পরিমান জিহাদী বইসহ শিবির নেতা শাকিব হোসেন রাজিবকে (২৩) আটক করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ পৃথকভাবে এ অভিযান চালায়।
আটক ইসমাইল রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আহ্বায়ক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায়।
আটক অপর শিবির নেতা শাকিব হোসেন রাজিব সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সে রাবির জোহা হলের ছাত্র শিবিরের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাধুর মোড় এলাকার অর্কিড ছাত্রবাসে অভিযান চালানো হয়। ছাত্রবাসের নিচতলায় ১০২ নং রুমে অভিযান চালিয়ে ছাত্র শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে আটক করা হয়। এ সময় তার রুমে তল্লাশি চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।
ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন সিরাজী জানিয়েছে, সে নগর ছাত্রশিবিরের আহ্বায়ক। মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় তার বাড়ি। পুলিশের কাছে সংবাদ ছিল আটককৃত শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজী অর্কিড ছাত্রবাসে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিল।
এ দিকে, নগরের মতিহার থানার ডাঁশমারি এলাকায় অভিযান চালিয়ে ইসলামি ছাত্র শিবিরের নেতা শাকিব হোসেন রাজিবকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান।
একে//
আরও পড়ুন