ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে রিকশাচালক হত্যায় বিএনপির ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত রিকশাচালক গোলাম হোসেন হত্যার ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

নিহতের স্ত্রী পরিবানু বেগম বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানান, মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে ছয়জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ জনকে। আসামিদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা চলমান রয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন- নগরের শাহ মখদুম থানা বিএনপির আহবায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুর হক ফাহি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, মহানগর মহিলা দলের সহ-ক্রীড়া সম্পাদক লাভলী আক্তারের স্বামী সোহেল রানা ও তার ভাই নাঈম হোসেন এবং যুবদল কর্মী রনি।

গত ৬ মার্চ নগরীর কাদিরগঞ্জ এলাকায় এক আওয়ামী লীগ নেতার ফ্ল্যাটে অভিযান চালানো হয় এবং তার ভাইকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে বিএনপির নেতাকর্মীরা। এর জেরে পরদিন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। নগরীর কাদিরগঞ্জের দড়িখড়বোনা ও গোরহাঙ্গাসহ আশপাশের এলাকায় প্রায় চার ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, গোলাগুলির শব্দ শোনা যায়। 

এ সময় তিনটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মহাজনের রিকশা জমা দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে ছুরিকাঘাত হন গোলাম হোসেন। এক পক্ষ ভুলবশত তাকে প্রতিপক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। 

গোলাম হোসেন দড়িখড়বোনা এলাকায় রেললাইনের পাশে একটি টিনের ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি