ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

রাজশাহীতে স্ত্রীকে হত্যায় দায়ে স্বামীর ফাঁসির আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ১৮ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:৩১, ১৮ জুলাই ২০১৯

স্ত্রীকে জবাই করে হত্যার দায়ের স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন রাজশাহীর একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন। 

জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়নাল হক (৩০) রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম বলেন, ‘এ মামলার একমাত্র আসামি আয়নাল হককে ফাঁসির আদেশ দেয়া ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আয়নাল হক আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।’

উল্লেখ্য, আয়নাল হক ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে তার স্ত্রী সাফিয়া খাতুন বুলবুলিকে (২৫) বাড়ির সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। স্ত্রীকে হত্যার ঘটনায় রাজশাহীর শাহ মখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী। 

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি