ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাজশাহীতে সৎবাবার হাতে শিশু খুন

প্রকাশিত : ২০:২৩, ২৯ মে ২০১৯

তরমুজ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় এনে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা করেছে সৎবাবা। নিহত শিশুর নাম রিফাত হোসেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সেনভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিশুটির সৎবাবা মোহাম্মাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রিফাত হোসেনের বাড়ি নাটোরের একডালা এলাকায়।

পুঠিয়া থানার ওসি শাকিল আহমেদ জানান, মোহাম্মদ আলী সাত বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দিক্ষিত হন। গত সাত মাস আগে তিনি বুলি খাতুন নামে এক নারীকে বিয়ে করেন। বুলি খাতুনের প্রথম স্বামীর সন্তান রিফাত। প্রথম স্বামীকে  তালাক দিয়েই  নবমুসলিম মোহাম্মদ আলীকে বিয়ে করেছিলেন বুলি।

জিজ্ঞাসাবাদে সৎবাবা মোহাম্মদ আলী জানিয়েছেন, তার স্ত্রী বুলি নতুন করে সন্তান নিতে না চাওয়ায় সৎসন্তান রিফাতকে তিনি হত্যা করেছেন। হত্যার আগে রিফাতকে তরমুজ কিনে দেওয়ার নাম করে নাটোরে শহরের বিভিন্ন এলাকা ঘোরানো হয়। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার সেনবাগ এলাকায় রিফাতকে এনে নেইল কাটারের চাকু দিয়ে গলা কেটে হত্যা করার কথা জানান ঘাতক মোহাম্মাদ আলী।

হত্যার পর বাসায় গেলে পরিবারের লোকজন রিফাতের খবর জানতে চাইলে, তিনি দেখেননি বলে জানান। পরে রিফাত সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে দাবি করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে রিফাতের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে ঘাতক মোহাম্মদ আলীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার স্ত্রী বুলি খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আই/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি