ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

রাজশাহীর ভোটের মাঠে আশার আলো ‘আলিঙ্গন’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ১৮ জুলাই ২০১৮

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুলের মধ্যকার আলিঙ্গন রাজশাহীর ভোটের মাঠে আশার সঞ্চার করেছে।  

আজ বুধবার দুপুরে রাজশাহী কর্মচারী কল্যাণ বোর্ড মিলনায়তনে সিটি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় বক্তব্য শেষে কুশল বিনিময় ও কোলাকুলি করেন লিটন-বুলবুল।

উপস্থিত জনতা এই দুই নেতার মধ্যকার এই সোহার্দপূর্ণ কুশল বিনিময় ও কোলাকুলি রাজশাহী সিটি নির্বাচনের ভোটের মাঠে আশার আলো ছড়াবে বলে আশা প্রকাশ করেছেন।     

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচনের মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা।

সভায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী তাদের উদ্দেশ্য করে বলেন, অতীতের নির্বাচন সংস্কৃতি ও রাজনীতির সংস্কৃতি আমরা যা দেখে এসেছি তা আপনারা মিথ্যা বা ভুল বলে প্রমাণ করেছেন।

এর আগে গত ৬ জুলাই রাজশাহী কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নির্বাচনী টকশোতে অংশ নিতে এসেও কোলাকুলি করেন লিটন-বুলবুল।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি