ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রাজশাহী বিভাগের চেয়ে ১৪২ রানে পিছিয়ে আছে সিলেট বিভাগ

প্রকাশিত : ২০:১৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৬, ২৮ মার্চ ২০১৭

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে রাজশাহী বিভাগের চেয়ে ১৪২ রানে পিছিয়ে আছে সিলেট বিভাগ। রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৫৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ইমতিয়াজ হোসেন। এর আগে প্রথম ইনিংসে ১৯৯ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ফরহাদ। সিলেটের জায়েদ নিয়েছেন ৫টি উইকেট। এদিকে, খুলনা স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২২ রান করে বরিশাল। প্রথম ইনিংসে বরিশালের ২৬১ রানের জবাবে খুলনা করে ৪২৪ রান। আর সিলেটে রংপুরের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩ রান করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে চট্টগ্রামের ৩৬৮ রানের জবাবে ৩৫৫ রান করেছে রংপুর। অন্যদিকে, বগুড়ায় মাঠ অনুপযুক্ত থাকায় ঢাকা বিভাগ ও ঢাকা মেট্টোর মধ্যে তৃতীয় দিনের খেলাও পরিত্যাক্ত হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি