রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যার তদন্তের অগ্রগতি না হওয়ায় উপাচার্যের ক্ষোভ প্রকাশ
প্রকাশিত : ১৯:২৭, ১০ মে ২০১৬ | আপডেট: ১৯:২৭, ১০ মে ২০১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার তদন্তের কোন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
তিনি আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এ ক্ষোভ প্রকাশ করেন।.সেসময় উপাচার্য বলেন, একের পর এক শিক্ষক হত্যা হচ্ছে অথচ তার কোনো বিচার হচ্ছে না। অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাই মিলে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে বলে মন্তব্য করেন তিনি। মানববন্ধনে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গত ২৩শে এপ্রিল নগরীর শালবাগান এলাকায় ড. রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন